জেলেদের জালে ডলফিন !
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ভোলাঃ জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার কাউয়ারটেক সংলগ্ন পূর্ব পাশের মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি ডলফিন। রোববার বিকেলে প্রায় ৫ মন ওজনের ১০ ফুট লম্বা এই ডলফিনটি জেলেদের ইলিশ জালে ধরা পরে। এদিকে বিশাল আকৃতির ডলফিনটি দেখার জন্য শত শত উৎসুক নারী-পুরুষ মেঘনার পাড়ে ভিড় জমায়। স্থানীয়রা জানায়, রোববার প্রতিদিনের মতো ইলিশ ধরার জন্য মেঘনায় জেলেরা জাল ফেলে। বিকেলের দিকে জাল উঠাতে থাকলে হঠাৎ এক বিশাল আকৃতির প্রাণী দেখে ভয় পায় ট্রলারের জেলেরা। পরে স্থল ভাগে নিয়ে আসলে এটি ডলফিন বলে নিশ্চিত হন স্থানীয়রা। ডলফিনটি লম্বায় প্রায় ১০ ফুট এবং উচ্চতায় প্রায় ৩ ফুট। এটির বুক সাদা এবং পিঠ কালো। কান ২টি কাঁচির মত। লেজ অনেক লম্বা। সর্বোপরি ডলফিনটি দেখতে বিমানাকৃতির মনে হয়। ডলফিনটির ওজন হবে প্রায় ৫ মণ। ডলফিনটি বিক্রি করার জন্য বর্তমানে উপজেলা সদরে নেওয়া হয়েছে। শেঘ খবর পাওয়া পর্যন্ত উপজেলার রামনেওয়াজ ঘাটে ডলফিনটি বিক্রির প্রক্রিয়া চলছিল। তবে এটি বিক্রি করা যায় কিনা কিংবা কেউ ক্রয় করবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে জেলেদের। এ ব্যাপারে ভোলার বিভাগীয় বন কর্মকর্তা মো. রুহুল আমিন সোমবার সকালে জানান, ডলফিনের বিষয়টি তাদেরকে কেউ জানায়নি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। উল্লেখ্য, প্রায় ৯ বছর পূর্বে হাজীর হাট ঘাট সংলগ্ন মেঘনায় এক জেলের জালেও একটি ডলফিন ধরা পড়েছিল।