ভাইয়ের হাতে বড় ভাই খুন
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, রাজবাড়ীঃ জেলার বালিয়াকান্দি উপজেলায় ছোট ভাই বিল্লাল খাঁ বড় ভাই সালাউদ্দিন খাঁ (৪০) কে কুপিয়ে খুন করেছে। সোমবার সকাল সাড়ে ৭টায় উপজেলার বহরপুর ইউনিয়নের গলপূর্ত গ্রামে এ ঘটনা ঘটে। নিহত একই গ্রামের হামিদ খার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সকালে বিল্লাল তার বড় ভাই সালাউদ্দিনকে দা দিয়ে গলায় কোপ দেয়। আহত অবস্থায় রাজবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বালিয়াকান্দি থানা সূত্র জানায়, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।