অবশেষে পদ্মা সেতু নির্মানের কাজ পেল চায়না ব্রিজ

padma পদ্মা ব্রীজ সেতু bridgeমনির হোসেন মিন্টু, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অবশেষে মূল পদ্মা সেতু নির্মানের কাজ পেল চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানী। সোমবার দুপুর সাড়ে তিনটায় মূল সেতু নির্মানের ১২ হাজার ১০০ কোটি টাকার কার্যাদেশ দেওয়া হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রয় কমিটি সংক্রান্ত মন্ত্রিসভার সুপারিশে এই কার্যাদেশের অনুমোদন দেন।
সোমবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব তথ্য জানান।
যোগাযোগ মন্ত্রী বলেন, ‘আপনারা জেনে আনন্দিত হবেন, বহু প্রতিক্ষিত পদ্মা সেতু নির্মানে সকল জটিলতা দূর হয়েছে। এখন এই সেতু নির্মানে আর কোন বাঁধা নেই। এই মাত্র (দুপুর ৩টা ৩০ মিনিট) পদ্মা সেতু নির্মানের মূল কাজের ফাইলে স্বাক্ষর করেছি।’

পদ্মা সেতু নির্মানের সব বাঁধা দূর হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সর্ব নি¤œ দরদাতা হিসেবে মূল সেতু নির্মানের এই কাজ পেয়েছে চিনের চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানী। প্রতিষ্ঠানটিকে ১২ হাজার ১০০ কোটি টাকার কার্যাদেশ দেওয়া হয়েছে। সেতু নির্মানে সাড়ে তিন বছর সময় লাগবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত সপ্তাহে অনুষ্ঠিত ক্রয় কমিটি সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সুপারিশ করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যাদেশের অনুমোদন দেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ