বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

BSF বিএসএফসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঝিনাইদহঃ জেলার মহেশপুর সীমান্তের হাওলাদারপাড়া এলাকায় বিএসএফর গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী রিপন (২৮)নিহত হয়েছেন। তিনি মহেশপুর উপজেলার সরিষাঘাটা গ্রামের রায়হান উদ্দীনের ছেলে। সোমবার দিবাগত রাত ১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড বাংলাদেশের পরিচালন লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান এবিসি নিউজ বিডিকে জানান, মহেশপুরের শ্রীনাথপুর সীমান্তের ৬১ নং মেইন পিলারের ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পৌঁছালে হালদাপাড়া নামকস্থানে রিপনকে লক্ষ্য করে গুলি করে বিএসএফ। এ হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে বলে তিনি জানান। বর্ডার গার্ড বাংলাদেশ শ্রীনাথপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার হাবিলদার আব্দুল হালিম জানান, বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই মারা যান রিপন। নিহত রিপন গরু ব্যবসায়ী বলে বিজিবি জানায়। রিপনের লাশ শ্রীনাথপুর ক্যাম্পে রাখা হয়েছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম শাহজাহান আলী জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম হাওলাদারপাড়ার মাঠে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওনা দিয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ