আগামী মার্চে ময়মনসিংহ চার লেনের কাজ শেষ হবে
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জয়দেবপুর-ময়মনসিংহে নির্মানাধীন চার লেন সড়কের কাজ আগামী বছরের মার্চের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে সড়ক ও জনপথ বিভাগের ময়মনসিংহ জোন ও জামালপুর সার্কেল উদ্ভোধনের সময়ে তিনি একথা জানান। সড়ক ও জনপধ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। এ সময় জয়দেবপুর ও ময়মনসিংহের জেলা প্রশাসক ভিডিও কনফারেন্সে মন্ত্রীর সঙ্গে যোগ দেন।
যোগাযোগ মন্ত্রী বলেন, জয়দেবপুর-ময়মনসিংহে চার লেনের কাজ শুরু হয়েছে প্রায় দু’বছর আগে। এর অর্ধেকেরও বেশি কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী বছরের মার্চের মধ্যে নির্মানাধীন এই চার লেন সড়কের কাজ শেষ হবে।
ওবায়দুল কাদের জানান, সড়ক ও জনপথ বিভাগের ময়মনসিংহ জোনের উদ্ভোধনের মধ্য দিয়ে এ নিয়ে দেশে সড়ক ও জনপথ বিভাগের মোট জোন হল দশটি। জামালপুর সার্কেল উদ্ভোধনের মধ্য দিয়ে মোট সার্কেল দাড়ালো ২১টিতে।