জামালপুর-ময়মনসিংহ মহা-সড়কে অবৈধ যান চলাচল বন্ধের নির্দেশ
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জামালপুর-ময়মনসিংহ মহা-সড়কে ইজি বাইক, নসিমন-করিমনসহ সকল অবৈধ যান চলাচল নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। একই সঙ্গে এই মহা-সড়ক থেকে সকল অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে সড়ক ও জনপথ বিভাগের ময়মনসিংহ জোন ও জামালপুর সার্কেল উদ্ভোধনকালে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এ নির্দেশ দেন।
যোগোযোগ মন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ, যানজট নিরাশন ও সড়ক রক্ষার কথা উল্লেখ করে জামালপুর-ময়মনসিংহ মহা-সড়ক থেকে ইজি বাইক, নসিমন-করিমনসহ সকল প্রকার অবৈধ যান চলাচল বন্ধ করার নির্দেশ দেন। মন্ত্রী এসময় ভিডিও কনফারেন্সে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের তার এই নির্দেশনার কথা জানান।
ওবায়দুল কাদের জামালপুর-ময়মনসিংহ মহা-সড়ক থেকে সকল অবৈধ বাজার দোকানপাঠ ও স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।