১০ জুন যুক্তরাষ্ট্রে বৈঠক হওয়ার কথা রয়েছে : তোফায়েল

Tofayel Ahmed তোফায়েল আহমেদসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিশ্ব বাণিজ্য সংস্থা’র (ডব্লিউটিও) মহাপরিচালক রবার্ট এজেভেদো বলেছেন, বাংলাদেশের জিএসপি ফিরে পেতে সহযোগিতার উদ্যোগ নিতে পারে, তবে কোন অবস্থাতেই যুক্তরাষ্ট্রকে চাপ প্রয়োগ করতে পারে না।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে বেড়িয়ে যাওয়ার প্রক্কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডব্লিউটিও’র মহাপরিচালক বলেন, জিএসপি সুবিধা ফিরে পেতে বাংলাদেশের উদ্যোগ দৃশ্যমান। এ উদ্যোগে আন্তরিকতা ছিল। তিনি বলেন, বাংলাদেশের এমন উদ্যোগের পর ডব্লিউটিও বাংলাদেশকে সহযোগীতা করতে পারে, তবে চাপ প্রয়োগ করতে পারে না।
রবার্ট এজেভেদো বলেন, বাংলাদেশ অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে। অর্থনীতিতে বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। কিন্তু কোটা ফ্রি সুবিধা বাড়ানো কঠিন। এক্ষেত্রে আরো কাজ করতে হবে বাংলাদেশকে। অন্যান্য দেশে কোটা ফ্রি সুবিধা পেতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেয়া হবে। কাজের মাধ্যমে বাংলাদেশ আরো এগিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, জিএসপি সুবিধার ফিরে পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বিষয়টি দ্বিপাক্ষিক। এ নিয়ে আগামী ১০ জুন যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টিটিভ, সিনেটরদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, আমরা বালি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। চীন, ভারত, জাপানসহ অনেকদেশ ইতিমধ্যেই আমাদের কোটা ফ্রি সুবিধা প্রদান করছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ