তহবিলে টাকা থাকলেও ঋণ নেয়নি কোনো প্রতিবন্ধী

bangladesh bank বাংলাদেশ ব্যাংকসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দৃষ্টি প্রতিবন্ধীসহ সব ধরনের শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনীতির মূল ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে স্বল্প সুদে ব্যাংক ঋণ দেওয়ার উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। তবে এ উদ্যোগের ১০ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত ঋণ নেয়নি কোনো প্রতিবন্ধী উদ্যোক্তা। এমনকি ঋণের জন্য আবেদনও করেনি কেউ। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। গত বছরের সেপ্টেম্বরে ক্ষুদ্র উদ্যোগ খাতে পুনঃঅর্থায়ন স্কিম ‘বাংলাদেশ ব্যাংক ফান্ড’ এর নীতিমালায় পরিবর্তন এনে প্রজ্ঞাপন জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতি নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক পুনঃঅর্থায়ন প্রকল্পের আওতায় দৃষ্টি প্রতিবন্ধীসহ অন্যান্য প্রতিবন্ধীরা এই তহবিল থেকে মাত্র ১০ শতাংশ (ব্যাংক রেটের সঙ্গে ৫ শতাংশ) সুদ হারে ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। এদিকে, তহবিলে টাকা ও ঋণের সুবিধা থাকা সত্ত্বেও অনেক প্রতিবন্ধী উদ্যোক্তাই জানেন না কিভাবে এ তহবিল থেকে ঋণ নিতে হবে। এমনি একজন দৃষ্টি প্রতিবন্ধী উদ্যোক্তা যশোরের নিরালা পট্টির বাসিন্দা সাইফ শাহিন। ব্যবসা করবেন এজন্য টাকার প্রয়োজন। গত দুই মাস যাবত ঋণের জন্য বিভিন্ন জায়গায় ঘুরেছেন। স্থানীয় সোনালী ব্যাংকেও গিয়েছিলেন কিন্তু কোথায়ও ঋণ পাননি। বাংলাদেশ ব্যাংক শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র উদ্যোক্তাদে জন্য স্বল্প সুদে সহজ শর্তে ঋণ দেওয়ার যে উদ্যোগ নিয়েছে এ বিষয়ে জানেন কি না জানতে চাইলে এবিসি নিউজ বিডিকে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই শুনিনি। আর কিভাবে ঋণ সুবিধা পাব তাও জানি না।’ এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় ব্যাংক প্রতিবন্ধী ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য পুনঃঅর্থায়ন তহবিল থেকে ঋণ নেওয়ার সুযোগ করে দিলেও এখন পর্যন্ত কোনো প্রতিবন্ধী ঋণ নেয়নি।’ কারণ হিসেবে তিনি বলেন, ‘প্রচার প্রচারণা না থাকায় অনেক প্রতিবন্ধীই জানে না কিভাবে এই ঋণ সুবিধা গ্রহণ করবে। তাছাড়া ব্যাংক ও অর্থিক প্রতিষ্ঠানগুলো এসব খাতে ঋণ বিতরণে আগ্রহ কম বলে তিনি জানান। যার ফলে তহবিলে টাকা থাকলেও ঋণ নেয়নি প্রতিবন্ধীরা।’ তিনি জানান, ২৯টি তফসিলি ব্যাংক ও ২৪টি নন-ব্যাংক অর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক পুনঃঅর্থায়ন তহবিল থেকে ঋণ প্রদান করছে। তাছড়া যদি কোনো প্রতিবন্ধী উদ্যোক্তা ঋণ নিতে চায় তাহলে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগে যোগাযোগ করলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে তিনি জানান। বাংলাদেশ ব্যাংকের ৬শ’ কোটি টাকার এই পুনঃঅর্থায়ন তহবিল এপ্রিল শেষে ১৯শ’ কোটি টাকায় দাঁড়িয়েছে। বর্তমানে এ তহবিলে প্রায় ৭৮ কোটি টাকা উদ্বৃত্ত রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র ম. মাহফুজুর রহমান এবিসি নিউজ বিডিকে বলেন, ‘শারীরিকভাবে স্বক্ষম না হলেও অন্যভাবে সক্ষম ক্ষুদ্র উদ্যোক্তাদের মূল ধারার অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত করতে বাংলাদেশ ব্যাংক ঋণ সুবিধা দেওয়ার উদ্যোগ নেয়। তবে প্রচার না থাকায় তেমন কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।’ ঋণ দেওয়ার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ