দুদকের নামে প্রতারণা!

dudok hall mark দুদক হল মার্কসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দুর্নীতি দমন কমিশনের (দুদকে) নামে বিভিন্ন ব্যক্তিকে ভুয়া চিঠি দিয়ে প্রতারণার করে আসছে একটি চক্র। কিন্তু এ চক্রটিকে এখনও খুঁজে বের করতে পারছে না দুদক। তবে এ চক্র থেকে সাবধান থাকার জন্য জনসাধারণের উদ্দেশ্যে কমিশনের পক্ষে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। জানা গেছে, দুদকের নামে একটি চক্র বিভিন্ন ব্যক্তিকে চিঠি দিয়ে সম্পদ বিবরণী দাখিল করতে বলছে। প্রতারক চক্রটি শুধু দুদকের নাম ও প্যাড ব্যবহার নয়, তারা বিভিন্ন কর্মকর্তার সই, সীলও জাল করে চিঠি পাঠাচ্ছে বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তাকে। এমন একাধিক ব্যক্তি দুদকে সম্পদ বিবরণী দাখিল করতে আসলে বিষয়টি কমিশনের শীর্ষ কর্মকর্তাদের নিকট ধরা পড়ে। শুধু চিঠি দিয়েই ক্ষান্ত হচ্ছে না চক্রটি। তারা দুদকের কর্মকর্তা পরিচয়ে টেলিফোনের মাধ্যমে কমিশনের কাল্পনিক বিবেচনাধীন অভিযোগ থেকে অব্যাহতি পেতে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে অনৈতিক সুবিধা আদায় করছে। ইতোপূর্বে এ প্রতারক চক্রের বেশ কয়েকজন সদস্যকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে মামলা দায়ের করে। কিন্তু বর্তমানে আরও একটি প্রতারক চক্র মাথাচড়া দিয়ে উঠেছে। দুদকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্নীতি দমন কমিশন বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছে একাধিক সংঘবদ্ধ প্রতারক চক্র দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তা পরিচয় দিয়ে মোবাইল ফোনে অথবা টেলিফোনের মাধ্যমে কাল্পনিক অভিযোগ অথবা কমিশনের বিবেচনাধীন অভিযোগ থেকে অব্যাহতি প্রদানের আশ্বাস ও নানা প্রকার ভয়-ভীতি প্রদর্শন করে সরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, বেসরকারি ব্যক্তিবর্গের নিকট থেকে অনৈতিক আর্থিক সুবিধা দাবি করে। কেউ কেউ তাদের প্রতারণার ফাঁদে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন বা হয়েছেন। তবে দৃঢ়চিত্তে কেউ কেউ বিষয়টি কমিশনের নজরে এনেছেন। এ প্রেক্ষাপটে কমিশন অনৈতিক কর্মকাণ্ড ও জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য র্যা ব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানায়, ইতোপূর্বে এ প্রতারক চক্রের একাধিক সদস্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেফতার হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অতি সম্প্রতি এ জাতীয় প্রতারক চক্রের সদস্যরা আবারও সক্রিয় হয়ে উঠেছে। ভূক্তভোগী দু’একজন বিষয়টি কমিশনকে অবহিত করেছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুর্নীতি দমন কমিশন একটি সংবিধিবদ্ধ সংস্থা, কারও একক অভিপ্রায় অনুযায়ী দুদকের তফসিলভুক্ত কোনো অপরাধের বিষয়ে অনুসন্ধান শুরু, মামলা রুজু, তদন্ত পরিচালনা এবং অভিযোগ বা মামলা থেকে অব্যাহতি প্রদানের সুযোগ নেই। দুদকে কোনো অভিযোগ অনুসন্ধানের জন্য গৃহীত হলে সংশ্লিষ্ট অনুসন্ধানকারী কর্মকর্তা তা লিখিতভাবে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে অবহিত করে থাকেন। দুর্নীতি দমন কমিশন অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কমিশনের অনুসন্ধানকারী ও তদন্তকারী কর্মকর্তাদের টেলিফোন বা মোবাইল ফোনে অনুসন্ধান ও তদন্ত বিষয়ে যোগাযোগ নিষিদ্ধ করেছে। এক্ষেত্রে সব প্রকার যোগাযোগ লিখিতভাবে করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ অবস্থায়, কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কর্মকর্তা-কর্মচারী পরিচয় দিয়ে অনৈতিক আর্থিক সুবিধা দাবি করলে দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক (পর্যবেক্ষণ ও মূল্যায়ন) (টেলিফোন নম্বর-৯৩৫২৫৫২) এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে কমিশন। এছাড়া অনৈতিক আর্থিক সুবিধা চাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ থানা অথবা র্যা ব কার্যালয়ে যোগাযোগ করার জন্যও অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। অনৈতিক আর্থিক লেনদেন দুর্নীতি ও শাস্তিযোগ্য অপরাধ। এ জাতীয় প্রতারক চক্রের সদস্যদের আইনের আওতায় আনার ক্ষেত্রে সকলের সহযোগিতা কমিশন কামনা করে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ