পুঁজিবাজার নিয়ে স্টক এক্সচেঞ্জ-বিএসইসি’র বৈঠক

BSEC DSEরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দেশের চলমান পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার দুপুর ১২টায় বিএসইসি কার্যালয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সঞ্জের (সিএসই) সঙ্গে বৈঠক করার কথা রয়েছে কমিশনের। ডিএসই সূত্রে জানা যায়, বৈঠকে বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। টানা দরপতনে বাজার এমনিতেই তলানিতে গিয়ে ঠেকেছে। এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে স্টক এক্সচেঞ্জ পরিচালনা কঠিন হয়ে পড়বে। এখনই ডিএসই তার মাসিক ব্যয় মেটাতে পারছে না। সেই কারণে বাজারে কি ভাবে অর্থের প্রবাহ বাড়ানো যায় বা বিনিয়োগকারীদের আস্থার সংকট কি উপায়ে কাটানো যায় সেই সব বিষয়ে আলোচনা হবে। বৈঠকে বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেনের নেতৃত্বে সংস্থাটির চার কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিঞার নেতৃত্বে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত থাকবেন বলে ডিএসই সূত্র নিশ্চিত করেছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ