বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ নিয়ে সন্তোষ্ট নন স্বাস্থ্যমন্ত্রী

Nasim নাসিমসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাজেটে স্বাস্থ্য খাতে যে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে তাতে সন্তোষ্ট নন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাজেটে আরো বেশি অর্থ বরাদ্দ দরকার।
বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ অসন্তোষ্টের কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবারের বাজটে স্বাস্থ্য খাতে ১০ শতাংশ অর্থ বরাদ্দ বাড়ছে। গত বছর বরাদ্দ ছিল ৯ হাজার কোটি টাকা। এবছর ২ হাজার কোটি টাকা বেড়ে ১১ হাজার কোটি টাকা বরাদ্দ থাকছে। আগামী বছর বরাদ্দ থাকবে ১৯ হাজার কোটি টাকা।
মোহাম্মদ নাসিম বলেন, এই বরাদ্ধ অপ্রতুল। এমন বাজেটে স্বাস্থ্য খাতের উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী আরো বলেন, দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাজেটে আরো বেশি অর্থ বরাদ্দ দরকার।
এক প্রশ্নের উত্তরে মোহাম্মদ নাসিম বলেন, স্বাস্থ্যখাতের অনিয়ম দূর করতে ৪১টি ওষুধ কোম্পানিকে শোকজ করা হয়েছে। একটি কোম্পানী বন্ধ করে দেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় যন্ত্রপাতি যারা নিয়ে এসেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ