র‌্যাবের বিরুদ্ধে হত্যা মামলা নেওয়ার নির্দেশ

rab logoরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জেলার নবীনগরে ব্যবসায়ীর মৃত্যুতে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের অধিনায়কসহ নয় সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার সকালে শুনানি শেষে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুন নাহার নবীনগর থানার ওসিকে এ নির্দেশ দেন। গত মাসের প্রথম দিকে নিহত ব্যবসায়ী শাহনূর আলমের ছোট ভাই মেহেদী হাসান গত রোববার জেলা আদালতে এ মামলা করেন। মামলায় র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর এ জেড এম সাকিব সিদ্দিক ও উপপরিদর্শক মো. এনামুল হকের নাম উল্লেখ করা হয়েছে। বাকি আসামিরা অজ্ঞাত পরিচয়ের র‌্যাব সদস্য। মামলার বাদী মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, গত ২৯ এপ্রিল নবীনগর উপজেলার বগডহর গ্রামের হাজী রহিস উদ্দিনের ছেলে শাহনুর আলমকে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা গ্রেপ্তার করে। নির্যাতনের কারণে পরে পুলিশ হেফাজতে ৬ মে তার ভাই মারা যান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ