গণমাধ্যম খালেদাকে সমীহ করে : ইনু

hasanul haque inu হাসানুল হক ইনুসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদকে কোলে নিয়ে খালেদা গণতন্ত্রের রানী সাজতে পারেন না। গণমাধ্যম তাকে সমীহ করে। তাই বেগম জিয়া যে জঙ্গিবাদের মা সে কথা কেউ বলছে না। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বুধবার দুপুরে সাপ্তাহিক নতুন কথা’র গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। হাসিনা-খালেদাকে এক পাল্লায় মাপার নীতি থেকে গণমাধ্যমকে সরে আসার আহবান জানান তিনি। ‘জাতীয় ও জনজীবনের নিরাপত্তা এবং গণমাধ্যম’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তথ্যমন্ত্রী আরও বলেন, গণমাধ্যমের সঠিক ভূমিকায় নারায়ণগঞ্জের সাত খুনের আসামিরা এখন কারাগারে। ফেনীর ঘটনার অভিযুক্তরাও ধরা পড়েছে। গণমাধ্যমের এমন ভূমিকাই আমরা চাই। তিনি বলেন, জঙ্গিবাদীরা মানুষকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারে। তারা সংবিধানে আস্থাহীন। মানবতাবোধও তাদের মাঝে অনুপস্থিত। এ জঙ্গিবাদ দেশের জন্য মহাবিপদ। সীমান্ত উত্তেজনা জনজীবনে নিরাপত্তাহীনতার বড় ঘটনা। এর উত্তরণে ঐক্যবদ্ধ হতে হবে। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, অনলাইন ও সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা দরকার। নয়তো এগুলো সমাজে বিভ্রান্তির মাধ্যম হয়ে দাঁড়াবে। এক বাঁশের কেল্লাই উদাহরণ হতে পারে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, হিলারি ক্লিনটন বলেছেন আল-কায়েদা তাদের সৃষ্টি। আমি তো বলছি বাংলাদেশে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদও তাদের সৃষ্টি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন কথা’র সম্পাদক হাজেরা সুলতানা। সাংবাদিক কামাল লোহানী, আবু সাঈদ খান প্রমুখ বক্তব্য দেন। ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু ‘জাতীয় ও জনজীবনে নিরাপত্তা এবং গণমাধ্যম’ বিষয়ে প্রবন্ধ পড়ে শোনান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ