রফিউর রাব্বির আপিল

Rofiur Rabbi Toki Father ত্বকী বাবারিপোর্টার, এবিসি নিউজ বিডি, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রফিউর রাব্বি মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন। বুধবার বিকেলে নির্বাচন কমিশনের আপিল বিভাগে তিনি এ আবেদন করেন। কমিশনের আপিল বিভাগের দায়িত্বশীল এক নির্বাচনী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

ঋণখেলাপির অভিযোগে ১ জুন তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) আবু হামিদুর রেজা খান ভাষানীর মনোনয়নপত্রও বাতিল করা হয়।

নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। ওই দিন আটজন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনের তফসিল অনুযায়ী, ২৬ জুন এই আসনে ভোট হবে।

মনোনয়নপত্র জমা দেওয়া ব্যক্তিরা হলেন- এই আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ভাই জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান, স্বতন্ত্র প্রার্থী এস এম আকরাম, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক বাবা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) আবু হামিদুর রেজা খান ভাষানী, কৃষক শ্রমিক জনতা লীগের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ার ও দলটির গাজীপুর জেলার সভাপতি ইকবাল সিদ্দিকী এবং মামুন সিরাজুল মজিদ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ