উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

Mymensingh Jakaria Harun জাকারিয়া হারুনরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ময়মনসিংহঃ মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ এস এম জাকারিয়া হারুনকে গ্রেফতার করেছে পুলিশ। দ্রুত বিচার ও বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশের দায়ের করা একটি মামলায় বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে মুক্তাগাছা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার বিরোধী আন্দোলনের সময় গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের অভিযোগে পুলিশের দায়ের করা একটি মামলায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ এস এম জাকারিয়া হারুন এজাহারভুক্ত আসামি ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রত্যদর্শীরা জানান, বুধবার বিকেল ৫টার দিকে মুক্তাগাছা থানার এসআই রফিকের নেতৃত্বে একদল পুলিশ উপজেলা চত্বর থেকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ এস এম জাকারিয়া হারুনকে গ্রেফতার করে। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুলিশ তাকে মুক্তাগাছা থানায় না নিয়ে সরাসরি ময়মনসিংহে নিয়ে আসেন এবং দ্রুতবিচার আদালতে হাজির করেন। পরে বিজ্ঞ বিচারক আহসান হাবীব তাঁকে জেল হাজতে পাঠান। একই মামলায় সম্প্রতি মুক্তাগাছা পৌরসভার তিন কাউন্সিলরসহ বিএনপির ১৩ নেতাকর্মী গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছেন। উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন বাবলু এ এস এম জাকারিয়া হারুনের মুক্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ