মিয়ানমারে বিজিবি-বিজিপি পতাকা বৈঠক
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, বান্দরবানঃ বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি সদস্য হত্যা ও গুলি বর্ষণের প্রতিবাদে বাংলাদেশের আহবানে মিয়ানমারের মংডুতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও বর্ডার গার্ড পুলিশ-বিজিপির মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক চলছে। বৃহস্পতিবার (বাংলাদেশ সময়) সকাল সাড়ে ১০টায় পতাকা বৈঠক শুরু হয়েছে। বৈঠকে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি সদস্য হত্যা ও গুলি বর্ষণের প্রতিবাদ জানাবে বাংলাদেশ। এর আগে একই পর্যায়ের একটি পতাকা বৈঠক গত ৮ মে কক্সবাজারে অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের মাত্র ২০দিন পর বিজিপির গুলিতে মারা যান বিজিবি সদস্য মিজান। বৈঠকে বাংলাদেশের পক্ষে ২৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্ণেল খন্দকার ফরিদ হাসান এবং মিয়ানমারের পক্ষে ২১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিয়ানমারের মংডুস্থ ইমিগ্রেশন হেডকোয়াটার্সের পরিচালক কর্ণেল থিং কু কু। জানা গেছে, গতবারের পতাকা বৈঠকে বাংলাদেশে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি থাকার অভিযোগ তুলে বিজিপি। বিজিবি মিয়ানমারের অভিযোগ নাকচ করে দেয়। এরপরও তাদের কাছে কোন সুনির্দিষ্ট তথ্য থাকলে তারই ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। বাংলাদেশ পক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশ ও মাদক পাচার বন্ধ করার দাবি জানায়। এর পর ২১ মে নাইক্ষংছড়িতে পতাকার বৈঠকের পর ২৮ মে বিনা উস্কানিতে গুলি করে বিজিবি নায়েক মিজানুর রহমানকে হত্যা করে বিজিপি। এরই প্রতিবাদে বিজিবির আহবানে এ পতাকা বৈঠকের সিদ্ধান্ত হয়।