ওয়াসিংটনে মোদি-ওবামা বৈঠক সেপ্টেম্বরে

obama-modi ওবামা মোদীআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করবেন ভারতের নতুন প্রধানমন্ত্রী নেরেন্দ্র মোদি। আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ওয়াশিংটনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। জাতিসংঘের বৈঠকে যোগ দিতে তিনি এ মার্কিন সফর করবেন। আর তখনই উভয় দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠক করবেন বারাক ওবামা ও নরেন্দ্র মোদি। এর আগে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর মোদিকে শুভেচ্ছা জানিয়ে যুক্তরাষ্ট্র সফর করার জন্য আমন্ত্রণ জানান বারাক ওবামা। সূত্র জানায়, উভয় পক্ষ একমত হওয়ার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর মোদি-ওবামা বৈঠকটি হবে রাজনৈতিক অঙ্গনে যুগান্তকারী ঘটনাগুলোর মধ্যে অন্যতম। কারণ গুজরাটের দাঙ্গায় কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগে ২০০৫ সালে মোদির ভিসা বাতিল করে যুক্তরাষ্ট্র৷

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ