বাজেট ঘোষণার অষ্টম বর্ষে পদার্পন আবদুল মুহিতের

abul mal abdul muhit আবুল মাল আব্দুল মুহিতসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাজেট ঘোষনার অষ্টম বর্ষে পদার্পন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ (বৃহস্পতিবার) মন্ত্রিসভায় অনুমোদনের পর রাষ্ট্রপতির সম্মতি নিয়ে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পেশ করবেন তিনি। এর আগে তিনি ৭ বার বাজেট পেশ করেছেন।
অর্থমন্ত্রী আজ চলতি অধিবেশনে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পেশ করতে যাচ্ছেন। বিকেল সাড়ে ৩ টায় প্রতিবছরের ন্যায় এবারও প্রজেক্টরের মাধ্যমে বাজেট বক্তৃতা শুরু করবেন তিনি।
দেশের ইতিহাসে এটি ৪৪তম বাজেট। আর আবুল মাল আবদুল মুহিতের এটি ৮ম বারের মতো বাজেট পেশ।
অর্থমন্ত্রী বাজেটের বিভিন্ন দিক ছাড়াও এবছর ডিজিটাল বাংলাদেশের পথে অগ্রগতি, নারী উন্নয়নে মন্ত্রণালয়গুলোর কার্যক্রম, বিদ্যুৎ ও জ্বালানি খাতের অগ্রগতি এবং রেলযোগাযোগ ব্যবস্থা ও পরিকল্পনা কমিশন প্রণীত বার্ষিক উন্নয়ন কর্মসূচি-২০১৪-১৫ এর একটি দলিল এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রণীত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কার্যাবলী-২০১৩-১৪ জাতীয় সংসদে পেশ করবেন বলে জানা গেছে।
বাজেট উপস্থাপনের পরদিন অর্থাৎ আগামী ৬ জুন, ২০১৪ তারিখ শুক্রবার বিকেল ৪:০০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ