বাজেট নিয়ে মন্ত্রিসভার বৈঠক দুপুরে
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ২০১৪-১৫ অর্থ-বছরের জন্য প্রস্তাবিত বাজেট, অর্থবিল-২০১৪ ও চলতি অর্থ-বছরের সম্পূরক বাজেট অনুমোদনের লক্ষে আজ (বৃহস্পতিবার) মন্ত্রিসভার বৈঠক আহবান করা হয়েছে। সংসদ ভবনের দ্বিতীয় লেভেলের কেবিনেট কক্ষে দুপুর ১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, মন্ত্রিসভার বৈঠকের পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সম্মতি নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে বাজেট পেশ করবেন। রাষ্ট্রপতি এ সময় জাতীয় সংসদে উপস্থিত থাকবেন। তিনি সংসদ ভবনস্থ দপ্তরে বসে বাজেট বক্তৃতা শুনবেন।
সূত্র আরো জানায়, এক ঘন্টাব্যাপী মন্ত্রিসভার বৈঠকে পর দুপুর সোয়া দু’টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে ব্রিফিং অনুষ্ঠিত হবে।