দেশ অরক্ষিত নয়: স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ হবিগঞ্জে অস্ত্র গোলা বারুদ উদ্ধারের বিষয়ে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশ অরক্ষিত নয়। এছাড়া মিয়ানমারের বিজিপির হাতে বিজিবি সদস্য নিহত হওয়ার ঘটনা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ঈদে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। হবিগঞ্জে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘দেশ অরক্ষিত নয়।’ অস্ত্র কতদিন ধরে জমা করা হয়েছে এ বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না বলে জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অস্ত্র মজুতের ঘটনা সরকারের ব্যর্থতা নয় বলে মন্তব্য করেন এ প্রতিমন্ত্রী। বৈঠকে তৈরি পোশাক শ্রমিকদের ঈদের আগেই বেতন-ভাতা পরিশোধ এবং ধাপে ধাপে তাদের ছুটি দেওয়ার বিষয়ে প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম।