বাজেটে মন্ত্রণালয়ের বরাদ্ধের অপচয় রোধ করা প্রয়োজন : কাদের
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ২০১৪-১৫ সালের বাজেটকে সামনে রেখে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাজেটে প্রতি মন্ত্রণালয়ের জন্য যে বরাদ্ধ থাকে তা যথাযথো ব্যবহার হলে যথোষ্ট। কিন্তু অনেক ক্ষেত্রেই এর যথাযথো ব্যবহার হয় না। অপচয় হয়। এটা রোধ করা প্রয়োজন।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সঙ্গে যৌথ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান ও এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্ত ারা উপস্থিত ছিলেন।
‘যোগাযোগ মন্ত্রণালয়ের বাজেট বরাদ্ধ যথেষ্ট কিনা’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে যোগাযোগ মন্ত্রী বলেন, ‘এবিষয়ে সত্য কথা হল- বাজেটে প্রতি মন্ত্রণালয়ের জন্য যে বরাদ্ধ থাকে তা যথাযথো ব্যবহার হলে যথোষ্ট। কিন্তু অনেক ক্ষেত্রেই এর যথাযথো ব্যবহার হয় না। অপচয় হয়। এটা রোধ করা প্রয়োজন। যোগোযোগ মন্ত্রণালয়ের বরাদ্ধে আমি সন্তোষ্ট।
‘সড়ক মহা-সড়কের চাঁদাবজি বন্ধ করার বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সড়ক-মহা-সড়কে রাতারাতি চাঁদাবাজি বন্ধ করা যাবে না। তবে নিয়ন্ত্রন করা সম্ভব হবে।
যোগাযোগ মন্ত্রী সারা দেশের সড়ক মহা-সড়ক থেকে ইজি বাইক, নসিমন-করিমনসহ সকল প্রকাল অবৈধ যান চলাচল বন্ধ করার নির্দেশ দেন। তিনি নিবন্ধন ছাড়া কোন সড়কে হোন্ড চলাচল করতে না পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রদান করেন।
বৈঠকে যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে মালিক-শ্রমিকদের সন্তোষজনক আলোচনার প্রেক্ষিতে সারা দেশের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। এর আগে সরকারকে পরিবহন মালিক শ্রমিকদের দাবি মেনে নিতে দেড় মাসের সময় বেঁধে দেওয়া হয়েছিল।