৩১৮ গুণ বড় বাজেট

Cabinet Bughet মন্ত্রীসভা বাজেটসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ২০১৪-১৫ অর্থবছরের জন্য আড়াই লাখ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এটি চলতি অর্থবছরের বাজেটের চেয়ে প্রায় ৩০ হাজার কোটি টাকা বেশি।
স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেটের তুলনায় এটি প্রায় ৩১৮ গুণ বড়। ১৯৭২-৭৩ অর্থবছরে বাজেট ছিল ৭৮৬ কোটি টাকা।
১৯৭২ থেকে ২০১৪ সাল পর্যন্ত মোট ৪২টি বাজেট ঘোষণা করা হয়েছে। আজ ঘোষণা করা হয়েছে ৪৩তম বাজেট।
এ বাজেটে ঘাটতিসহ এক লাখ ৬৪ হাজার কোটি টাকা থাকছে অনুন্নয়ন বাজেট। বাকি ৮৬ হাজার কোটি টাকা থাকছে উন্নয়ন বাজেট বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)।
বাজেট বিশ্লেষণ করে দেখা যায়, মহাজোট সরকারের গত মেয়াদের প্রথম অর্থবছর থেকে শেষ অর্থবছরের মধ্যে বাজেটের আকার বেড়ে দ্বিগুণ হয়েছে। সরকারের প্রথম (২০০৯-১০) অর্থবছরে বাজেটের আকার ছিল ১ লাখ ১৩ হাজার ৮১৯ কোটি এবং শেষ (২০১৩-১৪) অর্থবছরের বাজেটের আকার ছিল প্রায় ২ লাখ ২৩ হাজার কোটি টাকা।
প্রস্তাবিত বাজেটে মোট রাজস্বপ্রাপ্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬৭ হাজার ৪৫৯ কোটি টাকা। এর মধ্যে কর রাজস্ব ১ লাখ ৮৯ হাজার ১৬০ কোটি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ন্ত্রিত কর ব্যবস্থা থেকে ১ লাখ ৩৯ হাজার ৭২০ কোটি এবং এনবিআর-বহির্ভূত কর ব্যবস্থা থেকে ৫ হাজার ৫৭২ কোটি টাকা। কর ব্যতীত প্রাপ্তি ধরা হয়েছে ২৭ হাজার ৬৬২ কোটি টাকা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ