বড় বাজেট প্রসঙ্গে বিশিষ্টজনদের প্রতিক্রিয়া
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ২০১৪-১৫ অর্থবছরের জন্য আড়াই লাখ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এই বাজেট স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেটের তুলনায় প্রায় ৩১৮ গুণ বড়। ১৯৭২-৭৩ অর্থবছরে বাজেট ছিল ৭৮৬ কোটি টাকা।
বাজেটের আকার প্রসঙ্গে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম এবিসি নিউজ বিডিকে বলেন, ‘জনগণকে বিভ্রান্ত করতেই আমাদের দেশে বাজেটের আকার বাড়ানো হয়। বাজেটের আকার বাড়িয়ে জনগণকে বিভ্রান্ত না করে বরং বাস্তবায়নযোগ্য বাজেট দেওয়া প্রয়োজন। উচ্চাভিলাষী না করে অর্থসংস্থান করা যায়, এমন বাজেট করা উচিত। কারণ, বড় বাজেটে কাঙ্খিত খরচের জোগান অসম্ভব হয়ে ওঠে। এতে অবকাঠামো, স্বাস্থ্য ও শিক্ষা খাতের মতো প্রয়োজনীয় খাতগুলোতে যথাযথ উন্নয়ন হয় না।’
দেশের উন্নয়নে যেমন প্রয়োজন আর্থিক সংস্থানের সুযোগ রেখে তেমন বাজেট হলেই ভালো হয়। সরকারকে এই বিষয়ে গুরুত্ব দিতে হবে বলে মনে করেন এই প্রবীণ অর্থনীতিবিদ।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহমেদ এবিসি নিউজ বিডিকে বলেন, ‘বিনিয়োগ, কর্মসংস্থান, সুষম বণ্টন ও দারিদ্র্য বিমোচন- এ চার বিষয়ের ওপর প্রাধান্য দিয়ে বাজেট প্রণয়ন করা জরুরি। তাহলে বাজেট জনগণের কল্যাণে আসবে।’