আগামী অর্থবছরের মধ্যে ৫৫ জেলায় খতিয়ান কম্পিউটারাইজেশন
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ভূমি জরিপ ও রেকর্ড সংরক্ষণের অংশ হিসেবে আগামী অর্থবছরের মধ্যে দেশের ৫৫ জেলায় খতিয়ান কম্পিউটারাইজেশনের কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি এ তথ্য জানান। তিনি জানান, গত মেয়াদে পাইলট প্রকল্পের আওতায় বিছিন্নভাবে ভূমি জরিপ ও রেকর্ড সংরক্ষণ ব্যবস্থা ডিজিটালাইজ করার কাজ শুরু করা হয়েছিল। ঢাকা জেলার সাভার উপজেলায় পাঁচটি মৌজা ও নরসিংদীর পলাশ উপজেলার ৪৮টি মৌজার ডিজিটাল জরিপ ও রেকর্ড প্রণয়নের কাজ চলছে। এছাড়া সাতটি জেলার ৪৫ উপজেলায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি প্রবর্তন ও ২০টি উপজেলায় ভূমি তথ্য সেবা কেন্দ্র বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।