দেশে অসুস্থ রাজনীতি বিরাজ করছে
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দেশে আজ অসুস্থ রাজনীতি বিরাজ করছে।এর থেকে মুক্তি পেতে হলে জনসাধারণের ঐক্যের কোনো বিকল্প নেই বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি ড. কামাল হোসেন। শুক্রবার দুপুরে রাজধানীর সিডরাপ মিলনায়তনে এ ইয়থ মোভমেন্ট ফর ডেমক্রেসি আয়োজিত ‘‘মানবাধিকার?গণতন্ত্র?জেগে ওঠো বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। ড. কামাল হোসেন বলেন, দেশের এ অসুস্থ রাজনীতি থেকে মুক্তি পেতে হলে জনসাধারণের ঐক্যের কোনো বিকল্প নেই। স্বাধীনতার জন্য আমরা যেভাবে একত্রিত হয়েছিলাম- আমাদের মুক্তির জন্য আবার আমাদের সেভাবেই একত্রিত হওয়া প্রয়োজন। তিনি বলেন, বাঙালি সাহসী জাতি। আমরা সব সময় সাহসের পরিচয় দিয়ে এসেছি। আমরা গুলির কাছে কখনো মাথা নত করিনি, করবও না। ক্ষমতাধরদের ইঙ্গিত করে কামাল হোসেন বলেন, রাজনৈতিক ক্ষমতা ব্যাক্তি স্বার্থে ব্যাবহার না করে জনগণের স্বার্থে ব্যাবহার করতে হবে। দেশের জনগনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র রক্ষার জন্য আমাদের সকলকেই নেতৃত্ব দিতে হবে।জনগণই এ রাষ্ট্রের মালিক। জনগণ যতি ক্ষমতার মালিক হয়ে থাকে। গণতন্ত্রকে জনগণের নিয়ন্ত্রণেই রাখতে হবে। তরুণদের উদ্দেশে তিনি বলেন, তরুণ সমাজকে মুক্তিযোদ্ধার উত্তরসুরি হিসেবে গর্ব করা উচিত। সকলের উচিৎ মানুষের মুক্তি, ন্যায়ের জন্য আন্দোলন করা।সবার মনে রাখতে হবে এ ক্ষমতা আমার, এ রাষ্ট্র আমার- আমাদেরই রক্ষা করতে হবে এ দেশ। শ্যামা ওবায়েদের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন- সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন, বিশিষ্ট আইনজীবী ড. তুহিন মালিক, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সুকোমল বড়ুয়া, নাইমুল ইসলাম খান।