ওসমান পরিবারের পাশে থাকার প্রধানমন্ত্রীর ঘোষণায় সুশীল সমাজের উদ্বেগ
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নারায়ণগঞ্জের বিতর্কিত ওসমান পরিবারের পাশে থাকার প্রধানমন্ত্রীর ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, প্রধানমন্ত্রীর এমন ঘোষণা নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুনের ঘটনার তদন্ত কার্যক্রম ও নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচন প্রভাবিত হতে পারে। এ বিষয়ে এবিসি নিউজ বিডি’র সঙ্গে কথা বলেছেন- সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, নাগরিক মঞ্চের নেতা মাহমুদুর রহমান মান্না। ৩ জুন জাতীয় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের ওসমান পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়ে বলেছেন, ‘যদি তাদের প্রয়োজন হয়- তাহলে ওসমান পরিবারকে দেখাশোনা করব।’ সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক এবিসি নিউজ বিডিকে বলেন, নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর হত্যার তদন্তে যে সময়ে জট খুলতে শুরু করেছে, নারায়ণগঞ্জ আইনজীবীদের পক্ষ থেকে শামীম ওসমানকে গ্রেফতারের দাবি উঠছে- ঠিক তখন ওসমান পরিবারের পাশে থাকার প্রধানমন্ত্রীর ঘোষণা চাঞ্চল্যকর এ ৭ খুনের ঘটনার তদন্ত কার্যক্রমে প্রভাব ফেলবে। শুধু তাই নয়, ওসমান পরিবারের একজন নারায়ণগঞ্জের শূন্য হওয়া ৫ আসনে আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টির প্রার্থীকে জয়ী করতে তার বক্তব্য প্রভাবিত করবে। টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবিসি নিউজ বিডিকে বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে ওসমান পরিবারের পাশে থাকার যে ঘোষণা দিয়েছেন- তার তাৎপর্য অনেক। কি মনে করে প্রধানমন্ত্রী এমন বক্তব্য দিয়েছেন- তিনিই তা ভালো বলতে পারবেন। তবে তার এ বক্তব্য আসন্ন নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনে এবং আলোচিত ৭ খুনের ঘটনার তদন্তে প্রভাব ফেলবে এতে সন্দেহ নেই। নাগরিক মঞ্চের নেতা মাহমুদুর রহমান মান্না এবিসি নিউজ বিডিকে বলেন, নারায়ণগঞ্জের সাধারণ মানুষ যখন এক দিকে, তখন প্রধানমন্ত্রী গেলেন অন্য দিকে। এরই নামই হয়তো রাজনীতি। বিতর্কিত পরিবারের পক্ষে বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী কি বোঝাতে চেয়েছেন- তা কেবল তিনিই বলতে পারবেন। নারায়নগঞ্জের ৭ খনের ঘটনায় সারাদেশের মানুষকে নাড়া দিয়েছে। এ ঘটনায় যে তথ্য বেরিয়ে আসছে তাতে বিবেকবান মানুষরা বিস্মিত। হত্যাকারীদের সঙ্গে ওসমান পরিবারের সহযোগিতা ছিল তা টেলি-সংলাপেই বেরিয়ে এসেছে। এরপরও প্রধানমন্ত্রীকে ওসমান পরিবারের পক্ষে নেয়ায় তদন্ত কার্যক্রম ও নারায়ণগঞ্জের আসন্ন উপ-নির্বাচন প্রভাবিত হয়েছে এবং হবে।