চীনের প্রতীরক্ষা ব্যয় কমেছে ২০ শতাংশ

China Army চীন আর্মিআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ২০১৪ সালের ঘোষিত বাজেটে চীনের প্রতিরক্ষা ব্যায় ২০ শতাংশ কমেছে। এবছর চীনের ঘোষিত বাজেটের পরিমান ছিলো ১২০ বিলিয়ন ডলার (৭২০ বিলিয়ন পাউন্ড)। এছাড়াও যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে বিতর্কিত দ্বীপপুঞ্জ এবং অন্যান্য আঞ্চলিক ক্ষমতা প্রসঙ্গে চীনকে আরো সহযোগী হওয়ার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে জানানো হয়, গত বছর চীন তার বাজেটের প্রায় বেশিরভাগ অংশই প্রতিরক্ষা বিভাগে ব্যয় করে। যার পরিমান ছিলো ১৩৫ বিলিয়ন ডলার থেকে দুইশ ২১৫ বিলিয়ন ডলাররে মধ্যে। এবছর চীন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভালো সিদ্ধান্ত নিয়েছে বলেও কর্মকর্তারা মন্তব্য করেন। পেন্টাগন আরো বলেছে, চীন সামরিক বাজেটের বেশিরভাগ অংশই যুদ্ধজাহাজ, জেট বিমান, মিসাইল, সাইবার অস্ত্র ইত্যাদির আধুনিকায়ন ও উন্নয়ন কাজে ব্যয় করে। চীন ধীরে ধীরে দক্ষিণ ও পশ্চিম সামুদ্রিক অঞ্চলের দিকে আরো মনযোগী হচ্ছে। ফলে দক্ষিণ ও পশ্চিম সমুদ্র সীমানা নিয়ে বেইজিং-এর মূল লক্ষ্য ‘তাইওয়ান স্ট্রেইটের’ দিকে সম্ভাব্য মোকাবেলায় যাওয়া। এছাড়াও ফিলিপাইন, ভিয়েতনাম এবং জাপানের সঙ্গে কিছু কিছু দ্বীপ নিজেদের বলে দাবি করেছে চীন। যুক্তরাষ্ট্র আরো বলে চীনের এই সংকীর্ণ মনোভাব ধীরে ধীরে তার আশেপাশে অন্যান্য রাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ তৈরি করবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ