মেহের আফরোজ চুমকি এবার প্রতিমন্ত্রী হচ্ছেন

chumkiরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে আসছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি।

রোববার বিকালে বঙ্গভবনে তার শপথ নেয়ার কথা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মেহের আফরোজ এবিসি নিউজ বিডিকে বলেন তিনি শুধু বলেন, ‘কনফার্ম’।

মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসেন ভূইঞা এবিসি নিউজ বিডিকে জানান, বিকাল ৫টায় বঙ্গভবনে নতুন প্রতিমন্ত্রীর শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা শিরীন শারমিন চৌধুরী গত মাসে স্পিকার নির্বাচিত হওয়ায় পদটি শূন্য হয়। ওই দায়িত্বে কে আসছেন তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা কল্পনা চলছিল।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এ নিয়ে দ্বিতীয়বারের মতো সাংসদের দায়িত্ব পালন করলেও নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে এসেছেন এবারই প্রথম।

এর আগে ১৯৯৬-২০০১ মেয়াদে সপ্তম সংসদের সংরক্ষিত মহিলা আসন থেকে সদস্য হয়েছিলেন তিনি।

নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত আওয়ামী লীগ নেতা ময়েজউদ্দীন আহমদের মেয়ে   মেহের আফরোজ চুমকির জন্ম ১৯৫৯ সালের ১ নভেম্বর, ঢাকায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতোকোত্তর ডিগ্রিধারী এই রাজনীতিবিদ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহকারী সম্পাদকের দায়িত্বে আছেন।

এছাড়া তিনি বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির সভাপতি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডেকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসাবেও দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ