কালো টাকা সাদা করা যাবে না
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চলতি ২০১৪-১৫ অর্থ বছরের বাজেটে কালো টাকা সাদা করার বিষয়ে কোনো কিছু উল্লেখ না থাকলেও বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হবে না। শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে বৃহস্পতিবার অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট পেশ করেন। কালো টাকা সাদা করার অবস্থান থেকে এ অর্থবছরে সরকার সরে এসছে কিনা? তা না হলে এবারের বাজেটে এ বিষয়ে কিছু উল্লেখ নেই কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এটা নিয়ে আসলে বিতর্কের কিছুই নেই। বিষয়টি আমি একদম খেয়াল করিনি। বাজেটে উল্লেখ না থাকলেও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে না। কোনোভাবেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হবে না। এ সময় সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর বক্তব্যের সমালোচনা করে আব্দুল মুহিত বলেন, ২০১৪-১৫ অর্থ বছরের আমাদের এ বাজেট উচ্চাভিলাষী। বাজেট বলছে, আমি স্বীকার করছি। আমরা গত পাঁচ বছরের প্রথম থেকেই উচ্চাভিলাষী বাজেট দেই। বলতে পারেন, আমরা উচ্চাভিলাষী। উচ্চাভিলাষীরাই স্বার্থক হয়, সফল হয়। এটাই এই সরকারের চরিত্র। সুদের হার অধিক উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আমাদের দেশে সুদের হার অনেক বেশি, এটা সত্য। আমি এর বিপক্ষে। এটা নিয়ে আমি কথা বলেছি। আমি চেষ্টা করছি এটা কমানোর। একবারে এটা কমানো সম্ভব হয়ে উঠবে না। মোবাইল ফোন ও যন্ত্রাংশের দাম বৃদ্ধির বিষয়ে এক প্রশ্নের জবাবে আবুল মাল আবব্দুল মুহিত বলেন, পৃথিবীর অন্য কোনো দেশে এমন নজির নেই। আমাদের দেশের জনসংখ্যা ১৬ কোটি। তার মধ্যে মোবাইল ফোন ব্যবহার করছে ১০ কোটি মানুষ। আমরা আলোচনা করেছি, এই খাত থেকে সরকারের সম্ভবনা বেশি। সে জন্যই এই খাতকে আয়ের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষি খাতে বরাদ্দের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আসলে কৃষি খাতে তেমন বরাদ্দ দেইনি। যা দেই, সেটা প্রণোদনা বলতে পারেন। সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।