আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দানবে পরিণত করা হয়েছে

ফখরুলসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সার্বিক অবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখলেই বুঝতে কষ্ট হয় না যে, দেশটা একটা দুর্বৃত্তদের রাষ্ট্রে পরিণত হয়েছে। ক্ষমতা আঁকড়ে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দানবে পরিণত করা হয়েছে ব্যক্তিগত ও দলীয় স্বার্থসিদ্ধির জন্য। শুক্রবার রাতে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। ব্রাহ্মণবাড়ীয়ায় র‌্যাব-১৪ বিরুদ্ধে মামলা আমলে নেওয়ার ক্ষমতা সরকার প্রত্যাহার করায় এ বিবৃতিতে প্রতিবাদ জানায় বিএনপি। ব্রাহ্মণবাড়ীয়া জেলায় র‌্যাব-১৪ এর বিরুদ্ধে যে হত্যা মামলা দায়ের করা হয়েছিল সেই মামলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার সরাসরি নবীনগর থানাকে হত্যা মামলা এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দেওয়ার এক দিন পর ‘আমলে নেওয়ার ক্ষমতা’ সরকার কপ্রত্যাহার করে। এ প্রত্যাহারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দানবাকৃতি আইন প্রয়োগকারী সংস্থাটিকে দিয়ে বিরোধীদলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে গুম, খুন, অপহরণের এক সর্বনাশা কর্মকাণ্ড চালানো হচ্ছে। তিনি বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় র‌্যাবের জড়িত থাকার বিষয়টি যে সরকারের মদতেই হয়েছিল তা ব্রাহ্মণবাড়ীয়ার ঘটনাই প্রমাণ করে। এই র‌্যাবকে দিয়েই বর্তমান অবৈধ সরকার অন্যায় ও অবৈধ কাজ করাতে গিয়ে জনসমাজে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। র‌্যাব এখন টাকার বিনিময়ে মানুষ হত্যার বানিজ্য শুরু করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তাই তাদের শত অপকর্মকে সরকার বিভিন্নভাবে আড়াল করতে চাচ্ছে। আর এজন্যই ব্রাহ্মণবাড়ীয়ায় র‌্যাবের বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলা আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নাজমুন নাহার কর্তৃক নবীনগর থানাকে উক্ত হত্যা মামলা নথিভুক্ত করার নির্দেশ দেওয়ার ঠিক একদিন পর তার ‘আমলে নেয়ার ক্ষমতা’ কেড়ে নেওয়ার ঘটনা র‌্যাবকে বাঁচানোর কৌশল হিসেবেই দেখছে বিরোধী দলসহ দেশের সচেতন জনগোষ্ঠী। ব্রাহ্মণবাড়ীয়া জেলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার এর ‘আমলে নেওয়ার ক্ষমতা’ প্রত্যাহারের ঘটনায় সরকারের গণবিরোধী নৃশংস ঘৃণ্য চরিত্রই আরেকবার উন্মোচিত হলো। অবিলম্বে ব্রাহ্মণবাড়ীয়া জেলায় র‌্যাব ১৪ এর বিরুদ্ধে আনা অভিযোগ নথিভুক্ত এবং দ্রুত তাদের বিচার প্রক্রিয়া শুরু করার জোর দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ