র‌্যাবের অপকর্ম আড়াল করতে চাইছে সরকার

ruhul kobir rijvi রুহুল কবির রিজভীসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ র‌্যাবের অপকর্ম আড়াল করতে চাচ্ছে সরকার। এ অভিযোগ করেছেন বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত দলের যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভী। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের বিরুদ্ধে মামলা আমলে নেয়ার রায় দিয়েছিলেন বিচারক নাজমুন নাহার। কিন্তু সরকার তার বিচারিক ক্ষমতা প্রত্যাহার করেছে। তাতে প্রমাণ হয়, সরকার র‌্যাবের অপকর্মে মদদ দিচ্ছে। শনিবার সকালে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ৯ জুন নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এডভোকেট সাখাওয়াত হোসেনকে গায়ের জোরে পরাজিত করার জন্য আওয়ামী সন্ত্রাসীরা মরিয়া হয়ে উঠেছে। নলডাঙ্গা বাসুদেবপুর বাজারে বিএনপির সমর্থিত প্রার্থীর নির্বাচনী প্রচারণা চালানোর সময় আক্রমণ চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা । এতে ৮-১০ গুরুতর আহত হয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। তারা বলছে, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে যারা ভোট দিলেআ কেবল ভোটকেন্দ্রে আসা যাবে। স্থানীয় প্রশাসনও আওয়ামী নেতাকর্মীদের সহায়তা করছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, এভাবে জনগণের ওপর আক্রমণ চালিয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে দিয়ে কন্ট্রাক কিলিংয়ের মাধ্যমে বিএনপিকে বিলুপ্ত করা যাবে না। নির্বাচন কমিশনের সমালোচনা করে রিজভী বলেন, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে চারদিকে মানুষের মধ্যে ধিক্কার উঠেছে। চাকরি বাঁচানোর জন্য দেশের শীর্ষ আমলারা যে কত নিচে নামতে পারে নির্বাচন কমিশন তার একটি উকৃষ্ট নমুনা। এদেশের গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটি মেরেছে নির্বাচন কমিশন। সংবাদ সম্মেলনে ছিলেন- দলের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ হোসেন তালুকদার, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ