ক্রিমিয়া ইউক্রেনের ছিল, আছে ও থাকবে : পোরোশেঙ্কো

Ukren ইউক্রেনআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাশিয়ার অন্তর্ভূক্ত হওয়া ক্রিমিয়া ইউক্রেনের ছিল, আছে ও থাকবে বলে উল্লেখ করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো। শনিবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে প্রথম বক্তব্যে আবেগপূর্ণভাবে এ কথা বলেছেন তিনি। এ সময় পূর্ব পশ্চিমে বিভক্ত হয়ে পড়া দেশকে একসুতায় বাঁধার অঙ্গিকার করেন তিনি। পেট্রো বলেন, মস্কোর পরামর্শ মেনে ইউক্রেনকে ফেডারেল সরকারে বিভক্ত করা হবে না। দেশের ঐক্যের উপর জোর দেন তিনি। অতি শিগগিরই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তি করবেন বলে জানিয়েছেন তিনি। যার পথ ধরে ইইউ’র পূর্ণ সদস্য হতে পারবে ইউক্রেন। শপথ গ্রহণের পর উপস্থিত জনগণ দাঁড়িয়ে উচ্ছ্বসিত সংবর্ধনা দেয় পেট্রো পোরোশেঙ্কোকে। তিনি বলেন, যারা নিজেদের হাত রক্তে রঞ্জিত করেনি তাদেরকে ক্ষমা করা হবে। এটি রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদী ও জাতীয়তাবাদী ইউক্রেনের সব নাগরিকের জন্য প্রযোজ্য হবে। আল-জাজিরার খবরে বলা হয়, পর্বাঞ্চলের নাগরিকদের সঙ্গে সংলাপ করা হবে বলেও প্রতিজ্ঞা করেছেন তিনি। তবে এতে বিদ্রোহীদের কোন স্থান হবে না বলে জানান নতুন প্রেসিডেন্ট। তিনি বলেন, গ্যাংস্টার ও হত্যাকারীদের সঙ্গে কথা বলা আমাদের কাজ নয়। পূর্বাঞ্চলে দ্রুত আঞ্চলিক নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন পোরোশেঙ্কো।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ