গাজীপুরে টিফিন খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ্য
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, গাজীপুরঃ গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকার এক সোয়েটার কারখানায় টিফিন খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ্য হয়ে পড়েছে। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, শনিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি জরুন এলাকায় টি-ডিজাইন নামক সোয়েটার কারখানায় রাতের শিফটের শ্রমিকদের মাঝে টিফিন হিসেবে কলা, রুটি ও ডিম সরবরাহ করা হয়। টিফিন খাওয়ার কিছু সময় পর থেকেই শ্রমিকরা পর্যায়ক্রমে অসুস্থ্য হতে থাকে। এসব শ্রমিকদের পেটে ব্যাথা ও বমি হতে থাকে। রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত প্রায় অর্ধশতাধিক অসুস্থ্য শ্রমিককে স্থানীয় শরীফ মেডিক্যাল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রেরণ করা হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। খাবারের বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অসুস্থ্য শ্রমিকদের অভিযোগ,টিফিনে সরবরাহকৃত ডিম নষ্ট ও দুর্গন্ধযুক্ত ছিল। ওই ডিম খাওয়ার পর থেকেই শ্রমিকরা অসুস্থ্য হয়ে পড়ে।