বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস কাল
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামীকাল (সোমবার) বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উদ্যাপন করা হবে। এ উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
মন্ত্রণালয়ের সূত্র জানায়, কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১০টায় মতিঝিলে অবস্থিত ডিসিসিআই মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এ সেমিনার আয়োজন করবে। এসব অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এছাড়া বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ খান, শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ এবং ডিসিসিআই‘র সভাপতি মোহাম্মদ শাহজাহান খান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জাহিদ হাসান মাহমুদ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থান করবেন। এতে সভাপতিত্ব করবেন বিএবি‘র চেয়ারম্যান অধ্যাপক ড. আলতাফ হোসেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিল্পমন্ত্রী পৃথক বাণী দিবেন। এদিন দিবসটির গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন টকশো সম্প্রচার করবে। পাশাপাশি মোবাইল ফোন অপারেটররা ক্ষুদে বার্তা প্রেরণ করে অ্যাক্রেডিটেশন বিষয়ে জনগণকে সচেতন করবে। দিবসটি উপলক্ষে ইতোমধ্যে বিএবি প্রচার সামগ্রী, ব্যাগ, কলম, বুকলেট, বর্ণিল স্যুভেনির ও পোস্টার প্রকাশ করেছে।