প্রভাবশালীদের দখল থেকে নদী উদ্ধার ও দুষন মুক্ত করা হবে : নৌ মন্ত্রী
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, প্রভাবশালীরা যত ক্ষমতাসম্পন্নই হোক না কেন তাদের দখল থেকে নদী উদ্ধার ও দুষন মুক্ত করা হবে। তিনি নদনদীর নব্যতা ও নদীর গতি প্রবাহ অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন।
রোববার দুপুরে সচিবালয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নদী উদ্ধর ও দুষন মুক্ত করা সংক্রান্ত টাস্ক ফের্সের ২৫তম সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বৈঠকে ভুমি মন্ত্রী শামসুল রহমান শরীফ, পানি মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়র মোশাররফ হোসেন, পরিবেশ বিষয়ক সংগঠনগুলোর নেতৃবৃন্দ, বিআইডাব্লিউটিএর চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে নৌ-পরিবহন মন্ত্রী সাংবাদিকদের বলেন, ঢাকার বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনার কাজ চলছে। আপনারা দেখে থাকবেন প্রায় প্রতিদিনই উচ্ছদ কারা হচ্ছে অবৈধভাবে গড়ে ওঠা স্থপনা। পাশাপাশি দখলদারদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা।
টাস্কফোর্স সভাপতি শাজাহান খান বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এবং গাজীপুরে প্রায় ১২ হাজার সীমানা পিলার স্থাপন করা হয়েছে। চার নদীর সীমানা পিলার প্রায় সঠিকভাবে স্থাপন করা হয়েছে। অল্প কিছু সীমানা পিলার নিয়ে সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানের জন্য উচ্চ আদালতের পরামর্শ নিয়ে কাজ শেষ করা হবে।
তিনি আরো জানান, হবিগঞ্জের সেনাই নদীতে নির্মণাধীন সায়হাম ফিউচার কমপ্লেক্সের নির্মাণ কাজ স্থগিত করে দেওয়া হয়েছে। এখন এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নদী দূষণ বন্ধে সংসদ সদস্য সানজিদা বেগমকে কনভেনার করে একটি কমিটি করা হয়েছে। নদ-নদীতে যাতে বর্জ ফেলতে না পারে এজন্য একটি কোঅর্ডিনেশন কমিটিও গঠন করা হয়েছে।