শপথ নিলেন সিসি

Misor President Sisi মিশর প্রেসিডেন্ট সিসিআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মিশরের সাবেক সেনা প্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি। বিকেলে দেশটির সাংবিধানিক আদালতের সদস্যদের সামনে শপথ নেন তিনি। শপথ নেয়ার পর আদালতের বিচারকরা সাবেক এ জেনারেলের প্রশংসা করেন। এসময় সাংবিধানিক আদালতের সহকারী প্রধান মেহের সামি বলেন, এটি কোনো অভ্যুত্থান নয়। সিসি জনগণের কল্যাণে সাড়া দিয়েছেন। এ উপলক্ষে রাজধানীর কায়রোর চারপাশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। গত মে মাসের নামমাত্র নির্বাচনে প্রায় ৯৬ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন সিসি। তার একমাত্র বামপন্থী প্রতিদ্বন্দ্বী হামদেন সাবাহি মাত্র ৩.১ শতাংশ ভোট পান। তবে এ নির্বাচন প্রত্যাখ্যান করে মুসলিম ব্রাদারহুড আবারো স্বৈরাচারী শাসনের আশঙ্কা করছে। রয়টার্সের খবরে বলা হয়, তার শপথ অনুষ্ঠানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানের সময় দরবার হলটির চারপাশ বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে কোনো যানবাহন ঢুকতে না পরে। তাছাড়া অনাহুত কাউকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। গত বছরের ৩ জুলাই এক সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে মিশিরের রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের বৈধ প্রসিডেন্ট মো. মুরসিকে ক্ষমতাচ্যুত করে আটক করে রাখে সেনাবাহিনী। এরপর থেকে তার সমর্থকরা তাকে প্রেসিডেন্ট পদে পুনর্বহালের দাবিতে দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ আন্দোলনে সেনাবাহিনী মুসলিম ব্রাদারহুডের প্রায় ১৪শ সমর্থককে হত্যা করে। আটক করে প্রায় ১৬ হাজার জনকে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ