ঢাকা ট্যোবাকো কোম্পানির প্রতিনিধিকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, গাজীপুরঃ গাজীপুরের শিববাড়ি মোড় এলাকায় রোববার দুপুরে ঢাকা ট্যোবাকো কোম্পানির এক কর্মকর্তাকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ওই কর্মকর্তা প্রথমে গাজীপুর সদর হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, শিববাড়ি মোড়ের সাউথ ইস্ট ব্যাংকে টাকা জমা দেওয়ার উদ্দেশ্যে ছায়াবিথি এলাকার অফিস থেকে রিকশাযোগে রওনা দেয় ঢাকা ট্যোবাকো কোম্পানির দুই প্রতিনিধি। তারা ব্যাংকের নিচে পৌঁছার আগেই ছিনতাইকারীরা তাদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে কোম্পানীর প্রতিনিধি হারুন গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাদের কাছ থেকে টাকার ব্রিফকেস ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ হারুনকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠায় এলাকাবাসী। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জয়দেবপুর থানার ওসি কামরুজ্জামান বলেন, ‘১৫ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে জানতে পেরেছি। কিন্তু ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ ঘটনাস্থলে উপস্থিত গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করলেও ছিনতাই হওয়া টাকার সঠিক পরিমাণ জানাতে পারেনি।