ড. কামাল ব্যর্থ লোক : অর্থমন্ত্রী

abul mal abdul muhit আবুল মাল আব্দুল মুহিতসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ড. কামাল হোসেনের বক্তব্যে প্রতিবাদ জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘ড. কামাল একজন ব্যর্থ লোক। তার কথার কোনো গুরুত্ব নেই’।
রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৃটিশ-আমেরিকান টোকাকো এবং ঢাকা টোবাকোর প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর একদিন আগে ড. কামাল হোসেনকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে ‘মানসিক অসুস্থ’ বলে মন্তব্য করেন।
ড. কামাল হোসেনের বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘ড. কামাল একজন ব্যর্থ লোক। তার কথার কোনো গুরুত্ব নেই। অরাজনৈতিক লোক হিসেবে অল্প বয়সে ড. কামালকে বঙ্গবন্ধু যে সুযোগ দিয়েছেন, তাতে তিনি তেমন কিছুই করতে পারেননি। সফল হতে পারেননি। সুতরাং তাকে ব্যর্থ বলাই উত্তম।
গণফোরামে অর্থমন্ত্রীর যোগ দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, ১৯৯৩ সালে ড. কামাল হোসেনের অনুরোধে যোগ দিয়েছিলাম। ১৯৯৪ সালে ছেড়ে চলে এসেছি।
বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং চেয়ারম্যান নিয়োগের বিষযে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বেসিক ব্যাংকের বোর্ড আমার দায়িত্বে। আর ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে।’ এ বিষয়ে প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ