দুই পোস্টাল অপারেটরের ৭ বছর কারাদণ্ড

CMM court চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার রায়ে ঢাকা জিপিও’র ২ জন পোস্টাল অপারেটরের ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৬ অর্থআত্মসাতের এ মামলার রায় দিয়েছে। মামলার আসামিরা হলেন: ঢাকা জিপিও’র পোস্টাল অপারেটর মো. নূরুল ইসলাম এবং মো. আব্দুর রশিদ। তাদের বিরুদ্দে দায়ের করা ৪০৯/৪২০/১০৯ ধারায় রুজু করা মামলা প্রমাণিত হওয়ায় তাদের ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে আত্মসাতের ৩ লাখ ৯০ হাজার টাকা রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় আদালত। আসামিদের হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ