আপনজনদের সামনে নৌকা থেকে কেড়ে নিল কুমির!

kumir কুমিরআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ স্ত্রী, সন্তান ও এক আত্মীয়ার সঙ্গে নৌকা ভ্রমণে ছিলেন ৬২ বছর বয়সী লোকটি। তাদের সামনে থেকেই তাকে কেড়ে নিয়ে গেল কুমির। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে অস্ট্রেলিয়ার কাকাডু ন্যাশনাল পার্কে। ডেইলি মেইলের খবরে বলা হয়, উত্তর অস্ট্রেলিয়ার কাকাডু ন্যাশনাল পার্কের সাউথ অ্যালিগেটর নদীতে স্ত্রী, নিজের ছেলে ও এক আত্মীয়াকে নিয়ে নৌকা ভ্রমণ করছিলেন ওই ব্যক্তি। হঠাৎ কুমির হানা দিয়ে তাদের হাত থেকে জোর করেই কেড়ে নিয়ে যায় তাকে। আত্মীয়দের কেবল ছেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। পরে রোববার অবশ্য দু’টি কুমিরকে গুলি করে হত্যা করে উদ্ধার করা হয় ওই ব্যক্তির মৃতদেহের অবশিষ্টাংশ। পুলিশ জানিয়েছে, দু’টি কুমিরকে গুলি করে হত্যা করে উদ্ধারকারীরা। তারপর তাদের একটির পেট কেটে ওই ব্যক্তির অবশিষ্টাংশ পাওয়া যায়। যে স্থান থেকে লোকটিকে কেড়ে নেয় কুমির সেখানেই দু’টি কুমরিকে হত্যা করা হয়। এর মধ্যে ৪.৭ মিটার একটি কুমিরের পেট কেটে অনেক পরিমান মানবদেহের বিভিন্ন অংশ পাওয়া যায়। ওই মানব দেহাংশগুলো পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ বলছে, এগুলো ওই ব্যক্তিরই হতে পারে। কারণ তাকে কেড়ে নেয়া স্থানের মাত্র ১.৫ কিলোমিটারের মধ্য থেকে কুমিরটিকে হত্যা করা হয়। অস্ট্রেলিয়ায় কুমিরের হামলা নতুন কোন ঘটনা নয়। তবে বর্তমানে দেশটিতে ঠাণ্ডা মৌসুম চলছে। এ সময় কুমিরের হামলা করার কথা নয়। তারপরও হামলার ঘটনাটি ঘটেছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ