জুলাইয়ের প্রথম সপ্তাহে পদ্মাসেতুর কাজ শুরু : ওবায়দুল কাদের

Obaidul Kader ওবায়েদুল কাদেরসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে বহুল আলোচিত পদ্মাসেতুর চুড়ান্ত কাজ শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার বিকেলে রাজধানীর বনানীস্থ সেতু ভবনের সভাকক্ষে পদ্মাসেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড-১/২ এবং মূল সেতুর এলাইনমেন্টে অবস্থিত অবৈধ স্থাপনা অপসারণ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের একথা জানান।
যোগাযোগ মন্ত্রী বলেন, ‘পদ্মাসেতু এদেশের ১৬ কোটি মানুষের জাতীয় সম্পদ। নিজস্ব অর্থায়নে জুলাই মাসের প্রথম সপ্তাহেই দেশের দীর্ঘ প্রতিক্ষিত পদ্মাসেতুর চূড়ান্ত কাজ শুরু হবে।
ওবায়দুল কাদের পদ্মাসেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড-১/২ এবং মূল সেতুর এলাইনমেন্টে অবস্থিত অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলো ১০দিনের মধ্যে অপসারণে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, পদ্মাসেতু নির্মিত হলে ১৬ কোটি মানুষের কর্ম ক্ষেত্র বেড়ে যাবে। তাই জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে পদ্মাসেতুর উভয় পাড়ে যারা অবৈধ স্থাপনা নির্মাণ করেছে তাদের সে সমস্ত জায়গা খালি করে দিতে হবে এবং এখনও যারা ক্ষতিপূরণ পায় নি তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, ইতোমধ্যে কার্যাদেশ পাওয়া চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি তাদের লোকবল নিয়ে সংযোগ সড়কের কাজ ইতোমধ্যে শুরু করেছে।

তিনি আরও বলেন, পদ্মাসেতু নির্মাণকে উপলক্ষ করে একটি প্রতারক চক্র লোক নিয়োগের নামে প্রতারণা করছে বলে অভিযোগ রয়েছে। লোক নিয়োগে যোগাযোগ মন্ত্রণালয়, সেতু বিভাগ কিংবা সেনাবাহিনীর কোন এখতেয়ার নেই। এটি কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের বিষয়। এ প্রতারক চক্রকে দমন করার জন্য আইনগত ব্যবস্থা নিতে হবে।
বৈঠকে মাদারীপুর-১ এর সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী, মুন্সীগঞ্জ-২ এর সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন, শরিয়তপুর-১ এর সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
এছাড়া বৈঠকে সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কবির আহমেদ, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান, শরীয়তপুরের জেলা প্রশাসক রামচন্দ্র দাস, মাদারীপুর, মুন্সীগঞ্জ ও শরীয়তপুরের পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জন প্রতিনিধিসহ সেতু বিভাগ ও পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ