রাষ্ট্রায়াত্ত ব্যাংকের পরিচালক নিয়োগে সতর্ক হবে সরকার
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রাষ্ট্রায়াত্ত্ব ব্যাংকের পরিচালনা পর্ষদে রাজনৈতিক নিয়োগের ফলে দুর্নীতি বাড়ছে। ভবিষ্যতে এসব ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগের ক্ষেত্রে সরকার আরো সতর্কতা অবলম্বন করবে। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংযুক্ত আরব আমিরাত-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে চেক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী। সংগঠনটির পক্ষ থেকে লভ্যাংশের অনুদান হিসেবে সরকারের তহবিলে ৭২ লাখ ৬৩ হাজার টাকার চেক মন্ত্রীর কাছে হস্তান্ত করা হয়। অর্থমন্ত্রী বলেন, দেশের রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ গঠনে রাজনৈতিক নিয়োগ দিতে হয়। এটা রোধ করা সম্ভব নয়। এরা অনেক ক্ষেত্রে দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। এটা নিয়ন্ত্রণ করতে সরকার আগামীতে এ ক্ষেত্রে আরো সতর্ক হবে বলে জানান তিনি।