বিএনপির সঙ্গে আলোচনার প্রয়োজন নেই : হানিফ
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোনো আালোচনার প্রয়োজন আছে বলে মনে করি না। সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত দলের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যবস্থাপনা ও সমন্বয় উপ-কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রোববার খালেদা জিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠকের পর খালেদা জিয়ার ‘আওয়ামী লীগের সঙ্গে মধ্যবর্তী নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আছি’ এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপির সঙ্গে কোন আলোচনার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কেননা মধবর্তী নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। আমরা তো সংবিধান অনুযায়ী নির্বাচিত হয়েছি। তাহলে মধ্যবর্তী নির্বাচনের কথা কেন আসছে? তিনি বলেন, বিদেশীরা আমাদের দেশের মেহমান। তারা আমাদের রাজনৈতিক বিষয় নিয়ে বেশি ঘাটাঘাটি করলে দেশের মানুষ শান্তি পাবে না।