উত্তরখানে দুই র্যাবসহ সাতজন আটক
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ এবার জমি দখলের অভিযোগে রাজধানীর উত্তরখান এলাকা থেকে আব্দুল্লাহ আল মামুন (৩০) ও মিজানুর রহমান (৩২) নামে দুই র্যাব সদস্যসহ সাত জনকে আটক করেছে পুলিশ। বাকি পাঁচজন হলেন জহির উদ্দিন (৩৫), শেখ মো. নাহিদ (৩১), মো. রিফাত হক পিয়াল (২০), মো. আলাউদ্দিন (৪৫) ও বাচ্চু মিয়া (৩২)। রোববার দুপুর আড়াইটায় উত্তরখানের ফৌজির বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত দুই র্যাব সদস্য সম্পর্কে বিস্তারিত জানাননি উত্তরখান থানার ওসি। পুলিশের অপর একটি সূত্র জানিয়েছে আটক দুই র্যাব সদস্য বাহিনীটির সদর দপ্তরে কর্মরত। সন্ত্রাসীদের নিয়ে জমি দখল করতে যাওয়ার অভিযোগে তাদের আটক করা হয় বলে জানিয়েছে উত্তরখান থানা পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ফৌজি বাগান এলাকায় প্রায় পৌনে দুই বিঘা জমিসহ টিনশেড বাড়িটির মালিক হুমায়ুন কবরি মামুন নামে জনকৈ ব্যক্তি। ওই বাড়িটি নিয়ে বেশ কিছু দিন ধরে বিরোধ চলছিল পাশের জায়গার মালিক রােকেয়া বেগমের সঙ্গে। এরই জের ধরে রোয়েকা বেগম ওই বাড়িটি দখল করার জন্য স্থানীয় মাস্তান ভাড়া করেন। রোববার অাড়াইটার দিকে তিনটি মাইক্রোবাসে আসা প্রায় ১৫ জন মাস্তান হকস্টিকি, রড ও অস্ত্র নয়িে হানা দেয় ওই বাড়িতে। এ সময় তারা বাড়ির কেয়ারটেকার জমির উদ্দিন ও বাড়ির ১০/১২টি টিনশেড ঘরের ভাড়াটিয়াদের মারধর করে বের করে দেয়। ভাঙচুর চালানো হয় ঘরগুলোতে। একর্পযায়ে হামলার শিকার বাড়ির লোকজন চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। অবস্থা বেগতিক দেখে হামলাকারীরা এ সময় পালিয়ে যেতে থাকে। এরই এক র্পযায়ে ধাওয়া করে দুই র্যাব সদস্যসহ সাতজনকে আটক করে লোকজন। পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় আটক করপোপরাল আবদুল্লাহ আল মামুন ও করপোপরাল মিজানুর রহমান তাদের র্যাব সদস্য বলে পরিচয় দেয়। উত্তরখান থানার ওসি ইউনুস আলী এবিসি নিউজ বিডিকে বলেন, দুপুর আড়াইটার দিকে ফৌজির বাগান এলাকায় সন্ত্রাসীদের নিয়ে হুমায়ুন কবির মামুন নামে এক ব্যক্তির জমি দখল করতে যান তারা। স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে আটককৃতদের নিয়ে যায়। এসময় র্যাবের দুই সদস্যও আটক হন। আটককৃতরা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে ওই বাড়ির কেয়ারটেকার জমিরউদ্দিন বাদী হয়ে রাত ১১টার দিকে মামলা (নং-০৪) করেছেন বলেও জানান তিনি। পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার নিশারুল আরিফ এবিসি নিউজ বিডিকে বলেন, যথাযথ অভিযোগের ভিত্তিতেই দুই র্যাব সদস্যকে আটক করা হয়েছে।