অদৃশ্য ইশারায় ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

DSE ডিএসইরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পতনের একদিন পরেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে দেশের উভয় পুঁজিবাজারে। সোমবার সূচকের বৃদ্ধি দিয়ে দিনের শুরু হয়। যা দিন শেষ পর্যন্ত অব্যাহত ছিল। এর আগে ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিব বাজেট সংসদে উপস্থাপনের পর প্রথম কার্যদিবসে রোববার দেশের উভয় বাজারে নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়। তবে দিনের মধ্যভাগ থেকে অদৃশ্য হস্তক্ষেপে বাজার ঘুরে যায়। ফলে যে প্রবণতায় দিনের শুরু হয়েছিল, দিন শেষ হয় তার উল্টো প্রবণতায়। সেই অদৃশ্য শক্তির প্রভাব সোমবার দিনের শুরু থেকেই লক্ষ্য করা গেছে। কারণ প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারের জন্যে উল্লেখযোগ্য কোনো সুখবর ছিল না। যার ফলে স্বাভাবিকভাবেই নেতিবাচক প্রবণতা ছিল বাজার জুড়ে। তবে সাধারণ বিনিয়োগকারীদের খুব বেশি অংশগ্রহণ ছাড়াই বাজার ঘুরে দাঁড়িয়েছে সোমবার। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৬৯ পয়েন্ট বেড়ে চার হাজার ৪১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪২০ কোটি টাকা। লেনদেন হওয়া ইস্যুর মধ্যে দর বেড়েছে ২১১টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্য সূচক ১০৭ পয়েন্ট বেড়ে আট হাজার ৩৭০ পয়েন্টে উঠেছে। লেনদেন হয়েছে ২৯ কোটি টাকা। লেনদেন হওয়া ইস্যুর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি। ডিএসইতে টাকার অংকে লেনদেনের শীর্ষে রয়েছে- লাফার্জসুরমা সিমেন্ট, বিএসআরএম স্টিল, গ্রামীণফোন, এমজেএলবিডি, জিপিএইচ স্পাত, ইর্স্টান হাউজিং লিমিটেড, ইউনিক হোটেল, মেঘনা পেট্রলিয়াম, স্কয়ার ফর্মাসিটিক্যাল এবং জেনারেশ নেক্সট।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ