সোমবারের অধিবেশন শুরু
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দশম জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের পঞ্চম কার্য দিবস শুরু হয়েছে। সোমবার বিকেল ৪টা ১০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এটি শুরু হয়। এ দিনের কার্যসূচির মধ্যে রয়েছে প্রশ্ন-জিজ্ঞাসা ও উত্তর উপস্থাপন। ২০১৩-১৪ সালের সম্পূরক বাজেট, সম্পূরক বাজেটের মঞ্জুরি দাবি ও দায়যুক্ত বাজেটের ব্যয় নির্দিষ্টকরণ সম্পর্কে সাধারণ আলোচনাও হবে এদিন। এছাড়া ২০১৩-১৪ সালের সম্পূরক বাজেটে প্রস্তাবিত অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবিগুলোর ওপর ভোট গ্রহণ হবে। প্রশ্ন-জিজ্ঞাসা ও উত্তর পর্বে দিনের কর্মসূচির মধ্যে যে সব মন্ত্রণালয় অন্তর্ভুক্ত রযেছে সেগুলো হলো বন ও পরিবেশ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং বেসমারিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়।