ট্রাফিক আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা রোধ সম্ভব : কাদের

Obayedul kader ওবায়েদুল কাদেরসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের যানজটের উন্নয়নের উপর গুরুত্বারোপ করে বলেছেন, গাড়ি চালক ও সড়ক ব্যবহারকারী সকলে ট্রাফিক আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব।
সোমবার বিকেলে সাভার বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনারোধে গণ-সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্টিকার ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বাজেট ২০১৪-২০১৫তে বিএনপি’র অংশগ্রহণ না করা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যোগাযোগ মন্ত্রী বলেন, বিএনপি বাজেটে প্রতিক্রিয়া দিতে রাজি হয় নি। তারা আওয়ামী লীগ সরকারকে অবৈধ মনে করে। তিনি প্রশ্ন করে বলেন, তাহলে অবৈধ সরকারের সাথে সংলাপ কি বৈধ হবে?
ওবায়দুল কাদের বলেন, বিএনপি যদি ৫ জানুয়ারি আলোচনায় বসত এবং নির্বাচনে আসত তাহলে এ পরিস্থিতি তৈরি হতো না। আজকে ভিন্ন একটা রুট তৈরি হতো।
এসময় সাভারের স্থানীয় সংসদ সদস্য ডা. মো. এনামুর রহমান, বিআরটিএ’র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা, উপজেলা প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ