শেয়ারবাজার ও ব্যাংক লুটপাট বন্ধে ব্যর্থ অর্থমন্ত্রী
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ শেয়ারবাজার ও ব্যাংক লুটপাট বন্ধ করতে অর্থমন্ত্রী ব্যর্থ হয়েছেন। সোমবার বিকেল দশম জাতীয় সংসদের সম্পূরক বাজেট আলোচনায় ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ এ কথা বলেন। তিনি বলেন, এ পর্যন্ত শেয়ার মার্কেট ও ব্যাংক লুটপাটের বিচার হয়নি। এ কারণে হলমার্ক, বিসমিল্লাহসহ বিভিন্ন কেলেঙ্কারির হোতারা একের পর এক এসব কর্মকাণ্ড করেই যাচ্ছে। তিনি আরও বলেন, এখনও ৩৩ লাখ বিনিয়োগকারীর পুঁজি হারানোর বিচার হয়নি। যার কারণে বাজার থেকে টাকা পাঁচার হচ্ছে। অর্থমন্ত্রী তা থামাতে পারছেন না। এছাড়াও বস্ত্র ও পাট; স্বরাষ্ট্র; বন ও পরিবেশ মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ফিরোজ রশীদ বলেন, প্রয়োজনে দুদকের লোকবল বৃদ্ধি করে এসব অপকর্র বিচার করুণ। তা না হলে আল্লাহ আপনাদের ক্ষমা করবে না।