বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জেলার সেনবাগে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার রাত ১০টায় কানকিরহাট বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, ছাতারপাইয়া ইউনিয়নের পূর্ব ছাতারপাইয়া গ্রামের বেলাল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের বীরকোর্ট গ্রামের কাউসার আহমেদ (৮) । প্রত্যক্ষদর্শীরা জানান, সেনবাগ থেকে ছাতারপাইয়া রুটে চলাচলকারী যাত্রীবাহী একটি বাস সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন নিহত হন।এ ঘটনায় আব্দুল মমিন (৪৫), রমজান আলী (৩৫) ও আব্দুল হালিম (৩৫) আহত হয়েছেন। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এবিসি নিউজ বিডিকে এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।