পাকিস্তানে বিমান হামলায় ১৫ তালেবান নিহত
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পাকিস্তানের পেশওয়ারের ওয়াদি তিরাহ উপত্যকায় মঙ্গলবার সেনাবাহিনীর বিমান হামলায় সন্দেহভাজন ১৫ তালেবান সদস্য নিহত হয়েছে। কেন্দ্রশাসিত পাহাড়ি এ অঞ্চলটি আফগান সীমান্তের কাছে অবস্থিত। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সেনাবাহিনী। সেনা সূত্র জানায়, সেনাবাহিনীর এফ-১৬ জঙ্গি বিমান কোকিখেল এলাকায় আত্মগোপনে থানা ৯ জঙ্গিকে লক্ষ্য করে হামলা চালায়। এতে ১৫ জন নিহত হয়। রোববার মধ্যরাতে করাচির জিন্না আন্তর্জাতিক বিমান বন্দরে সন্ত্রাসী হামলার পর এটাই ছিল পাকিস্তান আর্মির প্রথম অভিযান। প্রসঙ্গত, তালেবানের সঙ্গে পাকিস্তান সরকারের শান্তি আলোচনার উদ্যোগ এ মাসে ভেস্তে যায়। যে কারণে জঙ্গি দমনে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।